Questions : বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি প্রধান কারণ ব্যাখ্যা কর।
Answer:
বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি প্রধান কারণ:
বায়ুপ্রবাহঃ বায়ুপ্রবাহ তাপ বহন করে তাই কোন অঞ্চলের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হলে সেখানকার তাপমাত্রা বাড়ে আবার শীতল বায়ু প্রবাহিত হলে তাপমাত্রা কমে।
ভূমির ঢালঃ ভূমির যে ডালের উপর সূর্যালোক লম্বভাবে পরে সেই ঢালে উষ্ণতা অপেক্ষাকৃত বেশি হয় এর বিপরীত ঢালে সূর্যালোক তীর্যকভাবে পড়ে ও উষ্ণতা তুলনামূলকভাবে কম হয়।
সমুদ্রস্রোতঃ সমুদ্র উপকূলের সন্নিকটে উষ্ণ বা শীতল সমুদ্রস্রোত উপকূলীয় জলবায়ুকে দারুন ভাবে নিয়ন্ত্রণ করে।
যেমন- উচ্চ অক্ষাংশে অবস্থিত হলেও উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ, উত্তর সাগর শীতকালে বরফ আবৃত হয় না। কিন্তু বাল্টিক সাগর বরফাচ্ছন্ন হয়।
মৃত্তিকাঃ বিভিন্ন প্রকার মৃত্তিকার তাপগ্রহণ এবং তাপ বিকিরণ ক্ষমতা বিভিন্ন রকম হয়। তাই মৃত্তিকা গঠনের পার্থক্যের জন্য বায়ুমন্ডলে তাপমাত্রার তারতম্য হয়।
যেমন - পলিমাটি তুলনায় ল্যাটেরাইট মাটির তাপগ্রহণ ও বিকিরণ ক্ষমতা বেশি।
শিল্পায়নঃ বর্তমান যুগ যন্ত্র সভ্যতার যুগ। এই যুগে নানা শিল্পাঞ্চলে কলকারখানা থেকে নির্গত তাপ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। অধিক সংখ্যায় যানবাহন ও কলকারখানা নির্গত কার্বন- ডাই-অক্সাইড কার্বন-মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি গ্রীন হাউস গ্যাস বেশি পরিমাণে তাপ শোষণ করে এইসব স্থানে বাড়িয়ে দেয়।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in