Questions : হৃদপিন্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদ এর স্বপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে?
Answer: হৃদপিন্ডের তুলনামূলক অঙ্গসংস্থান অভিব্যক্তি মতবাদ এর স্বপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ী প্রভৃতি প্রাণীর হৃদপিন্ডের গঠন পরীক্ষা করলে দেখা যায়, সামান্য পার্থক্য থাকলেও এদের মৌলিক গঠন একই। যে সামান্য পার্থক্য দেখা যায়, তা ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস এর দরুন অভিযোজন এর মাধ্যমে ঘটে থাকে।
1. মাছের হৃদপিণ্ড সরল প্রকৃতির। এ ক্ষেত্রে কেবল দুটি প্রকোষ্ঠ বর্তমান একটি অলিন্দ এবং একটি নিলয়। মাছের হৃদপিন্ডে কেবল অধিক co2 যুক্ত রক্ত প্রবাহিত হয়।
2. উভচর শ্রেণীর প্রাণীদের হৃদপিন্ডে তিনটি প্রকোষ্ঠ বর্তমান দুটি অলিন্দ এবং একটি নিলয়।
এদের হৃদপিন্ডে অধিক 02 , সমৃদ্ধ রক্তের সঙ্গে অধিক CO₂ যুক্ত রক্তের সামান্য মিশ্রণ ঘটে থাকে অর্থাৎ এদের হৃদপিণ্ড কিছুটা উন্নত প্রকৃতির।
3. সরীসৃপের হৃদপিন্ডে দুটি অলিন্দ ও একটি অর্ধ বিভক্ত নিলয় থাকে ব্যতিক্রম কুমির। এদের ভিতর অধিক c০₂ যুক্ত ও অধিক ০₂ যুক্ত রক্ত মিশ্রিত হওয়ার প্রবণতা প্রতিরোধের প্রচেষ্টা দেখা যায়।
4. পক্ষী ও স্তন্যপায়ী উভয়ই হৃদপিন্ডে চারটি প্রকোষ্ঠ থাকে দুটি অলিন্দ ও দুটি নিলয় এদের নিলয় ও অলিন্দ সম্পূর্ণরূপে দ্বিধা-বিভক্ত। এদের হৃদপিণ্ডে অধিক CO₂ যুক্ত ও অধিক ০2, যুক্ত রক্ত কোনভাবে মেশে না অর্থাৎ এদের হৃৎপিণ্ড সর্বাপেক্ষা উন্নত। এখানে দেখা যাচ্ছে যে সরল প্রাণী থেকে ধীরে ধীরে জটিল প্রাণীর সৃষ্টি হয়। এটি অভিব্যক্তির বিজ্ঞানভিত্তিক সত্যতা প্রমাণ করে। এছাড়া হৃদপিন্ডের গঠন গত ও কার্যগত বিকাশের ক্রম থেকে পৃথিবীতে এদের আগমন ক্রম বোঝা যায়। এদের আগমনের ক্রম হলো
মাছ - উভচর - সরীসৃপ - পাখি ও স্তন্যপায়ী।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
