Questions : সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা করো।
Answer:
সোডিয়াম ক্লোরাইড হল আয়নীয় যৌগ এবং গ্লুকোজ হল সমযোজী যৌগ INaCl-এর গলনাঙ্ক গ্লুকোজের গলনাংকের চেয়ে বেশি হয় কারণ (i) NaCl এর পরমাণুর মধ্যে বিদ্যমান বন্ধন শক্তি, গ্লুকোজের পরমানুর মধ্যে বন্ধন শক্তি অপেক্ষা বেশি থাকে। (ii) NaCl এর পরমাণু সমূহ ধনাত্মক ও ঋণাত্মক আধান যুক্ত হয়। এই আধান অনু গঠনের সময় ত্রিমাত্রিক ভাবে সুবিন্যস্ত হয়ে জ্যামিতিক কাঠামো গঠন করে, ফলে NaCl এর একটি ক্যাটায়ন নির্দিস্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং একটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা পরিবেস্টিত থাকে, এর ফলে NaCl এর অনুতে আন্তঃ আণবিক আকর্ষণ বল অনেক বেশি হয় এবং এই অনুকে ভাঙতে অনেক বেশি তাপশক্তির প্রয়োজন হয়। সেই কারণে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি হয়।
Maddhamik Physical Science 2020
You Can Translate It In Your Language :-All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in
If you like this content, please CLICK any of the Ads in this page.
