Questions : মেরুভল্লুক ও গংগানদীর শুশুকের বিপন্নতার কারণগুলো ব্যাখ্যা করো।
Answer:
মেরু ভালুকের বিপন্নতার কারণগুলি হল:
জলবায়ু পরিবর্তন :
জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিকের বরফ গলে যাচ্ছে, যা মেরু ভালুকের শিকারের এলাকা ধ্বংস করে দিচ্ছে। ফলে, মেরু ভালুকের খাওয়ার জন্য উপলব্ধ সিলের পরিমাণ কমে যাচ্ছে।
দূষণ :
কিছু আর্কটিক অঞ্চলে মেরু ভালুকের মতো শীর্ষ শিকারীরা দূষিত পদার্থের প্রভাব অনুভব করে। এই দূষিত পদার্থগুলি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, অন্তঃস্রাবী, রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং প্রজনন ব্যবস্থাকে বিরূপভাবে প্রভাবিত করে।
গঙ্গার শুশুকের বিপন্নতার কারণ :
চোরাশিকারিদের অবাধ বিচরণ এবং যত্রতত্র অনিয়ন্ত্রিত বাঁধ তৈরির কারণে এদের সংখ্যা উদ্বেজনক ভাবে কমছে। ব্যাহত হচ্ছে তাদের প্রজনন প্রক্রিয়া এবং বংশবৃদ্ধি। সাম্প্রতিক সমীক্ষায় জানা যাচ্ছে, তাদের জন্মহারের থেকে গত কয়েক দশকে মৃত্যুহার অনেকটাই বেড়ে গিয়েছে। গঙ্গার শুশুকদের বাৎসরিক মৃত্যুহার ১৫০ থেকে ১৬০।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
