Question: বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি লেখ।
Answer:
বৃদ্ধি (Growth):
নির্দিষ্ট শর্তসমূহের উপস্থিতিতে জীবকোষের প্রোটোপ্লাজমে উপপচয় বিপাক ক্রিয়ার ফলে কোষ, অঙ্গ বা সমগ্র জীবদেহের আকার, আয়তন ও শুক্র ওজনের স্থায়ী ও অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে।
বৃদ্ধির বৈশিষ্ট্যসমূহ:
-
বৃদ্ধি হল সমস্ত জীবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
-
জীবদেহে উপচয় বিপাকের তুলনায় অপচয় বিপাক কম হলে বৃদ্ধি ঘটে।
-
সূত্র: উপচয় বিপাক > অপচয় বিপাক = বৃদ্ধি
-
-
বৃদ্ধির মাধ্যমে জীবের আকার, আয়তন ও শুক্র ওজনের স্থায়ী পরিবর্তন ঘটে।
-
বৃদ্ধি কোষ বিভাজনের ফলে ঘটে, অর্থাৎ জীবদেহের বৃদ্ধি যথার্থই।
-
কোষ বিভাজনের সময় কোষে সাইটোপ্লাজমিক কোষীয় অঙ্গাণুর সংখ্যা ও ইনডিউক্লিয়াসে DNA-এর সংখ্যা দ্বিগুণ (double) হয় এবং সাইটোপ্লাজমে প্রোটিন, RNA, উৎসেচক প্রভৃতি উৎপাদন বৃদ্ধি পায়।
Additional Information :
West Bengal school education
You Can Translate It In Your Language: