Question: আলেকজান্ডারের ভারত অভিযান সম্পর্কে যা জানো লেখ।
Answer:
আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশ অভিযান
[১] রাজা পুরুর সঙ্গে যুদ্ধ:
ভারতীয় উপমহাদেশে ঝিলম ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলে রাজত্ব করতেন রাজা পুরু। তিনি বিশাল সেনাবাহিনী নিয়ে আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। যুদ্ধে পুরু হেরে যান। তবে তিনি আলেকজান্ডারের অনুগ্রহে পুনরায় রাজ্য শাসনের অধিকার পান।
[২] প্রত্যাবর্তন ও মৃত্যু:
প্রায় তিন বছর আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে ছিলেন। এরপর তিনি তার বাহিনী নিয়ে নিজ দেশের দিকে যাত্রা শুরু করেন (খ্রিস্টপূর্ব ৩২৬ অব্দ)। পশ্চিম এশিয়া অতিক্রম করার পথে ব্যাবিলনে তার মৃত্যু হয়।
[৩] ফলাফল:
আলেকজান্ডারের অভিযানের ফলে উপমহাদেশের উত্তরাঞ্চলের ছোট ছোট শক্তিশালী রাজ্যগুলির ক্ষমতা দুর্বল হয়ে যায়। ফলে চন্দ্রগুপ্ত মৌর্যের মতো সম্রাটদের জন্য এককেন্দ্রিক সাম্রাজ্য গঠন সহজ হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম মগধ কে কেন্দ্র করে সাম্রাজ্য গড়ে তোলেন ।
Additional Information :
গ্রিসের ম্যাসিডোনের শাসক আলেকজান্ডার হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতীয় উপমহাদেশে আসেন। খ্রিস্টপূর্ব ৩২৬ অব্দ নাগাদ।
You Can Translate It In Your Language: