Question: তোমার গরমের ছুটির পরে স্কুল খোলার দিন টাকে মনে করে দিনলিপি লেখো
Answer:
দিনলিপি
তারিখ : ১০ই ডিসেম্বর, ২০২৫
বার : সোমবার
আজ অনেকদিন পর গরমের ছুটি শেষে আবার আমাদের স্কুল খুলল। সকালে ঘুম থেকে উঠেই মনটা ভীষণ আনন্দে ভরে গেল। নতুন বই-খাতা ব্যাগে গুছিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি স্কুলে রওনা দিলাম।
স্কুলের গেটে ঢুকতেই বন্ধুদের হাসিমুখে দেখা হলো। সবাই একে অপরকে ছুটির গল্প বলছিল—কেউ গ্রামে বেড়াতে গিয়েছিল, কেউবা আত্মীয়ের বাড়ি। আমিও সমুদ্র ভ্রমণের গল্প বন্ধুদের বললাম।
শ্রেণিকক্ষে ঢুকে দেখি আমাদের শিক্ষকরা নতুন উদ্যমে পাঠদান শুরু করেছেন। আজ প্রথম দিন বলে পড়াশোনার চাপ কম ছিল, তাই বেশ আনন্দময় পরিবেশে দিন কেটে গেল। টিফিনে আমরা সবাই মিলে মাঠে খেলাধুলো করলাম।
ছুটি শেষে বাড়ি ফেরার পথে মনটা ভালো লাগছিল। গরমের ছুটির বিশ্রামের পর আবার পড়াশোনা আর বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাকে নতুন উদ্দীপনা দিল। আজকের দিনটি তাই আমার কাছে বিশেষ স্মরণীয় হয়ে রইল।
— [তোমার নাম]
You Can Translate It In Your Language: