Question: বিদ্যালয়ের স্মরণীয় ঘটনার দিন নিয়ে দিনলিপি লেখো
Answer:
দিনলিপি
তারিখ : ৫ই নভেম্বর, ২০২৫
বার : বুধবার
আজ আমাদের বিদ্যালয়ের এক অবিস্মরণীয় দিন। সকালে বিদ্যালয়ে পৌঁছে দেখি পরিবেশ উৎসবের মতো সাজানো। আজ আমাদের বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ছিল।
প্রথমেই পতাকা উত্তোলন এবং বিদ্যালয়ের গান পরিবেশন করা হলো। এরপর অতিথি হিসেবে এসেছিলেন জেলার শিক্ষাধিকারী মহাশয়। তিনি আমাদের বিদ্যালয়ের ইতিহাস নিয়ে সুন্দর বক্তব্য রাখলেন। শ্রেণিকক্ষ থেকে সবাই মাঠে বসে অনুষ্ঠান উপভোগ করছিল।
পরে শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, আবৃত্তি, নৃত্য আর নাটকে আমাদের সহপাঠীরা অসাধারণ পারদর্শিতা দেখাল। আমি নিজেও আবৃত্তিতে অংশ নিয়েছিলাম। মঞ্চে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করতে গিয়ে ভীষণ উত্তেজনা হলেও করতালির শব্দে মনটা আনন্দে ভরে গেল।
শেষে পুরস্কার বিতরণী পর্বে আমাদের অনেক বন্ধু সাফল্যের জন্য পুরস্কৃত হলো। বিদ্যালয়ের এই ঐতিহাসিক দিনে অংশ নিতে পেরে আমি সত্যিই গর্বিত বোধ করছি।
আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে দিনলিপিতে রইল।
— [তোমার নাম]
You Can Translate It In Your Language: