Questions: দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা হল
Answer: 18
Additional Information
দীর্ঘ পর্যায় সারণিতে (Modern Periodic Table) মোট শ্রেণির সংখ্যা ১৮টি।
শ্রেণিগুলোর বৈশিষ্ট্য:
-
শ্রেণি (Group):
- পর্যায় সারণির উল্লম্ব কলামগুলোকে শ্রেণি বলা হয়।
- শ্রেণিগুলিকে ১ থেকে ১৮ পর্যন্ত নম্বর দেওয়া হয়।
-
ইলেকট্রন বিন্যাস:
- একই শ্রেণির সকল মৌলগুলির বহিঃস্তরে ইলেকট্রন সংখ্যা সমান থাকে।
-
ভিন্ন নাম:
- কিছু শ্রেণিকে ভিন্ন নামেও ডাকা হয়, যেমন:
- ১ম শ্রেণি: ক্ষার ধাতু (Alkali Metals)
- ২য় শ্রেণি: ক্ষার মাটি ধাতু (Alkaline Earth Metals)
- ১৭তম শ্রেণি: হ্যালোজেন (Halogens)
- ১৮তম শ্রেণি: নির্ক্রিয় গ্যাস (Noble Gases)
- কিছু শ্রেণিকে ভিন্ন নামেও ডাকা হয়, যেমন:
-
বিকল্প গোষ্ঠী নাম:
- পুরনো পদ্ধতিতে শ্রেণিগুলোকে A এবং B ব্লক হিসেবে ভাগ করা হতো।
সংক্ষেপে:
পর্যায় সারণিতে মোট ১৮টি শ্রেণি রয়েছে।
Maddhamik Previous Year
You Can Translate It In Your Language :-Bookmark Our website : Click HERE
Mock Test Click Here
Maddhamik Previous Year Solution Click Here
If you like this content, please CLICK any of the Ads In This Page.