Questions : ওহম-এর সূত্রটি বিবৃত করো। কোনও পরিবাহীর দুই প্রান্তে 10V বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1 A তড়িৎ প্রবাহমাত্রা হয়। পরিবাহীর রোধ নির্ণয় করো।
Answer: ওহম-এর সূত্রের বিবৃতি:
"একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রার সমানুপাতিক, যদি তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে।"
গাণিতিকভাবে,
যেখানে,
- V = বিভব প্রভেদ (Volt)
- I = তড়িৎ প্রবাহমাত্রা (Ampere)
- R = পরিবাহীর রোধ (Ohm, Ω)
প্রদত্ত মান:
- V = 10V
- I = 0.1A
ওহম-এর সূত্র অনুযায়ী,
প্রদত্ত মান বসিয়ে পাই,
উত্তর: পরিবাহীর রোধ 100Ω।Additional Information
Maddhamik physical science 2022
Maddhamik Previous Year
You Can Translate It In Your Language :-Bookmark Our website : Click HERE
Mock Test Click Here
Maddhamik Previous Year Solution Click Here
If you like this content, please CLICK any of the Ads In This Page.