অপসারণ কি ? অপসারণ এর ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের বর্ণনা দাও
Answer:
প্রবল বায়ুপ্রবাহ মরুভূমির বালিকে এক জায়গা থেকে আর-এক জায়গায় উড়িয়ে নিয়ে যায়-এর নাম অপসারণ।
এর ফলে মরু অঞ্চলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়। যেমন—
ধান্দ: তীব্র বায়ুপ্রবাহে মরু অঞ্চলের ভূপৃষ্ঠ থেকে বালি অপসারিত হওয়ার ফলে ছােটোবড়াে নানা আয়তনের গর্তের সৃষ্টি হয়। রাজস্থানের মরু অঞলে এই ধরনের ছােটোবড়াে বিভিন্ন আয়তনের গর্তগুলিকে বলা হয় ধান্দ।
মরুদ্যান: বিশাল অঞ্চলজুড়ে দীর্ঘদিন ধরে বালি অপসারিত হতে হতে যদি অবনত অংশটির গভীরতা ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছে যায়, তবে সেখানে মরুদ্যান (oasis) গড়ে ওঠে।
উদাহরণ: সৌদি আরবের রাজধানী রিয়াধ একটি বিশালাকৃতি মরূদ্যানের ওপর অবস্থিত।
Additional Information
অপসারণসৃষ্ট গর্ত বা ব্লো আউট: অনেকসময় বায়ুর অপসারণ ক্রিয়ায় ভূপৃষ্ঠে সুবিশাল অবনত অঞ্চল বা গর্তের সৃষ্টি হয়।
উদাহরণ: মিশরের কাতারা হল একটি অবনত ভূমি।
Maddhamik Previous Year
You Can Translate It In Your Language :-Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information www.bjubangla.in
If you like this content, please CLICK any of the Ads in this page.