Questions : “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।” কোন্ জিনিস আজ অবলুপ্তির পথে ? এই অবলুপ্তির কারণ কী ? এ বিষয়ে লেখকের মতামত কী ?
Answer: সবই আজ অবলুপ্তির পথে এখানে নানা ধরনের ফাউনটেন পেন, কালি, দোয়াত, কলমদানি অবলুপ্তির হচ্ছে।
এই অবলুপ্তির কারণ কম্পিউটারের ব্যাপক পরিমানে ব্যবহার। নিজের হাতে কলমের দ্বারা লেখাটা লেখকের কাছে অধিক প্রীতিকর । কিন্তু বিজ্ঞানের চরম উন্নতিতে লেখালেখির কাজকে অতি সহজবোধ্য ও উপযোগী করতে কম্পিউটারের ব্যবহার সর্বত্র । তিনি চিন্তিত এই কারণে যে হাতে লেখা হয়তো চিরতরে মুছে যাবে, কী হবে লেখন শিল্পদের অস্তিত্ব ? এ সকল ভাবনায় লেখক বলেন “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।”
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
