Questions : দন্ত চিকিৎসকেরা কি ধরনের দর্পন ব্যবহার করেন? কাঁচফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয়না কেন ?
Answer: দন্ত চিকিৎসকেরা অবতল দর্পন ব্যবহার করেন।
দ্বিতীয় অংশ: কাঁচফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না-
কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোকরশ্মির প্রতিসরণে আপতন কোণ (i₁) ও নির্গত কোণ (i₂) সর্বদা সমান। তাই, কাঁচ ফলকের একপার্শ্বে কোন রশ্মি আপতিত হয়ে কাঁচ ফলকের মধ্য দিয়ে গিয়ে যখন অপর পৃষ্ঠ থেকে নির্গত হয় তখন আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়। তাই কৌণিক চ্যুতি শূন্য হয়। এক্ষেত্রে আলোকরশ্মির পার্শ্ব সরণ হয়। তাই, নির্গত রশ্মির কৌণিক চ্যুতি হয় না।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in

