Questions : ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যের নিম্নলিখিত তিনটি বিষয়ে আলোচনা করো:
Answer: অত্যধিক হারে বংশবৃদ্ধি: ডারউইনের মতে জীবের সহজাত বৈশিষ্ট্য হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি করা। ডারউইন লক্ষ্য করেন জীবের সংখ্যা বৃদ্ধি জ্যামিতিক হারে ঘটে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় একটি স্ত্রী স্যামন মাছ একটি প্রজনন ঋতুতে প্রায় তিন কোটি ডিম পাড়ে।
প্রকরণ: ডারউইনের মতে, পৃথিবীতে যেকোনো দুটি জীব কখনোই অবিকল একই রকমের হতে পারে না, কিছু না কিছু পার্থক্য অবশ্যই থাকবে। এই পার্থক্যকেই প্রকরণ বলে। অনুকূল প্রকরণ জীবনসংগ্রামে জীবকে সাহায্য করে, অপরদিকে প্রতিকূল প্রকরন জীবের বিলুপ্তির কারণ হয়।
প্রাকৃতিক নির্বাচন: ডারউইনের মতে, জীবন সংগ্রামের ফলে উদ্ভুত প্রকরণ গুলির মধ্যে কিছু অনুকূল ও কিছু প্রকরণ প্রতিকূল হয়। অনুকূল প্রকরণগুলি জীবকে অভিযোজনের সহায়তা করে কিন্তু প্রতিকূল প্রকরণ গুলি অভিযোজনে সহায়তা করতে পারে না। ফলে প্রতিকূল প্রকরণ যুক্ত জীব ধীরে ধীরে অবলুপ্ত হয় এবং অনুকূল প্রকরণ যুক্ত জীব পৃথিবীতে টিকে থাকার জন্য নির্বাচিত হয়। একে যোগ্যতমের উদবর্তন বলে। প্রকৃতি উপযুক্ত উপযুক্ত জীবকে টিকে থাকার জন্য নির্বাচন করে। একে প্রাকৃতিক নির্বাচন বলা হয়।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
