Questions : ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করেছে তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করো।
Answer: ১. অপরিকল্পিত ভাবে ভূগর্ভস্থ জল তোলার ফলে ভূগর্ভস্থ জলের পরিমান দিন দিন ক্রমশ হ্রাস পেতে শুরু করেছে।
২. জনসংখ্যা বৃদ্ধি জনিত নগরায়ন এর ফলে নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে। ফলে গাছের সংখ্যা কমে যাচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমান কমে যাচ্ছে। তারফলে ভূগর্ভস্থ জল জমার পরিমান কমে যাচ্ছে।
৩. অতিরিক্ত জল প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করে ভূগর্ভস্থ জল অপচয় করছে।
Maddhamik Life Science 2020
You Can Translate It In Your Language :-All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in
If you like this content, please CLICK any of the Ads in this page.