Questions : ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা কর।
Answer: ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি -
বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি: বিকল্প জ্বালানি এবং অরণ্য সংলগ্ন মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করলে অরণ্য বিনাশ রোধ করা সম্ভব।
অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষদেন রোধ : যথেচ্ছভাবে বৃক্ষদেন না করে প্রয়োজনীয় ও বয়স্ক গাছ চিহ্নিত করে ছেদন করলে এবং তার পরিবর্তে সেখানে নতুন | গাছ লাগিয়ে বৃক্ষের ভারসাম্য বজায় রাখা সম্ভব।
পশুচারণ নিয়ন্ত্রণ: পৃথকভাবে তৃণভূমি তৈরি করে বনাঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ করা সম্ভব ফলে অরণ্য অনেকাংশে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in
