Questions : ভারতের জনসংখ্যার অসম বন্টনের পাঁচটি প্রধান কারণ আলোচনা কর।
Answer:
ভৌগলিক অবস্থান- সমুদ্র উপকূলের সমভাবাপন্ন জলবায়ু থাকায় জনবসতি বেশি কিন্তু স্থলভাগের অভ্যন্তরে ভাগে চরমভাবাপন্ন জলবায়ুতে জনবসতি ক্রমশ হ্রাস পেয়েছে।
বনভূমি- কোনো কোনো অঞ্চলের মূল্যবান ভেষজ ও মোম মধু প্রভৃতি এবং মূল্যবান বৃক্ষ বিক্ষিপ্ত জনবসতি স্থাপনে সাহায্য করে।
খনিজ দ্রব্য- খনিজ সম্পদ উত্তোলন কেন্দ্রগুলিতে অধিক জনঘনত্ব দেখা যায়। যেমন- ছোটনাগপুর মালভূমি অঞ্চল।
মৃত্তিকা- দোআঁশ, পলি, রেগুর মাটি কৃষি কাজের অত্যন্ত উপযোগী তাই নদী অববাহিকা উপকূলীয় সমভূমি অঞ্চলে জনবসতি অধিক, অন্যদিকে অনুর্বর মৃত্তিকাযুক্ত অঞ্চলে জনবসতি কম।
নদ-নদী- ভারতের গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মহানদী, কৃষ্ণা, গোদাবরী প্রভৃতির নদী অববাহিকায় কৃষি ক্ষেত্রে জলসেচ ও পানীয় জল, জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্য সংগ্রহ প্রভৃতির সুযোগ সুবিধার কারণে জনবসতি অনেক বেশি।
ভূপ্রকৃতি- পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের তুলনায় সমভূমিতে কৃষিকার্য, শিল্পকার্য, পরিবহন ব্যবস্থা উন্নত হওয়ায় লোকবসতির পরিমাণ বেশি হয়।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in
