Questions : মানুষের বসতি বৃদ্ধি কিভাবে সুন্দরবনের বাস্তু তন্ত্রের উপর প্রভাব ফেলেছে তার একটি ধারণা মানচিত্র নির্মাণ করো।
Answer: মানুষের বসতি বৃদ্ধি জনিত কারনে সুন্দরবনের বাস্তু তন্ত্রের উপর প্রভাবঃ
১. মানুষের বসতি বৃদ্ধির জন্য গৃহ নির্মাণ, চাষ আবাদ, জ্বালানি কাঠের চাহিদা পূরনের জন্য সুন্দরবন এর লবনাম্বু উদ্ভিদ ধ্বংস করা হচ্ছে।
২. অরন্য ধ্বংসের ফলে বহু বন্য প্রাণী ও কীটপতঙ্গ তাদের বাসস্থান হারাচ্ছে, ফলে সুন্দরবন এর বাস্তুতন্ত্র ধ্বংসের দিকে যাচ্ছে।
৩. জনসংখ্যা বৃদ্ধির ফলে বর্তমানে পরিবেশ সমস্যা সুন্দরবনকে গ্রাস করছে বহু প্রাণী অবলুপ্ত হয়ে যাচ্ছে ফলে বাস্তুতন্ত্র এর খাদ্য শৃঙ্খল এর ভারসাম্য বিঘ্নিত হচ্ছে।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in