Questions : জীব গুলোর বিপন্নতার কারন কি কি হতে পারে তা নির্ধারণ করো
Answer: ইলিশ এর বিপন্নতার কারন হল- (i) বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া। (ii) উপযুক্ত প্রজনন স্থলের অভাব।
মৌমাছি বিপন্নতার কারন হল - (1) উপযুক্ত প্রজনন স্থলের অভাব। (ii) বিভিন্ন দূষণ বিশেষ করে শব্দদূষণ।
পেঙ্গুইন বিপন্নতার কারন হল - (1) তাপমাত্রার বৃদ্ধি পাওয়ার ফলে বরফ গলে যাচ্ছে ফলে তাদের উপযুক্ত বাসস্থানের অভাব হচ্ছে। সর্পগন্ধা বিপন্নতার কারন হল- (1) অভি ব্যাবহারের ফল (II) মৃত্তিকা দূষণ।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in