Questions : অ্যাসিটিক অ্যাসিড-এর সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ লেখো। প্যাকেজিং-এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন ?
Write the chemical equation for the reaction of sodium hydroxide with acetic acid. Which of jute and polythene is more environmentally friendly for use in packaging and why?
Answer: অ্যাসিটিক অ্যাসিড-এর সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথনোয়েট লবন ও জল উৎপন্ন হয়।
CH₃COOH + NaOH → CH₃COONa + H₂O
দ্বিতীয় অংশঃ প্যাকেজিং এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে পরিবেশ বান্ধব হল পাট কারণ - পাটে প্রাকৃতিক পলিমার থাকে এবং এটি জৈব বিশ্লেষ্য বলে ব্যবহারের পর সহজেই মাটিতে মিশে যায়, ফলে পরিবেশের কোন ক্ষতি হয় না। কিন্তু প্লাস্টিক জৈব বিশ্লেষ্য না হওয়ায় ব্যবহারের পর এরা সহজে নষ্ট হয় না, ফলে বর্জ্য পদার্থ হিসাবে এরা পরিবেশের অনেক ক্ষতি করে দেয়।
Maddhamik Physical Science 2019
You Can Translate It In Your Language :-All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
