Questions : একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য ইন-সিটু সংরক্ষণ ব্যবস্থা( In-situ conservation measures) গুলি লেখ এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখ
Answer: একটি বিপন্ন সরীসৃপ প্রজাতি হলো কুমির।
কুমির সংরক্ষণের জন্য ইনসিটু সংরক্ষণের ব্যবস্থা গুলি হল-
১। ১৯৭৪ সালে 'কুমির সংরক্ষণ গবেষণা প্রকল্প চালু হয়েছে।
২। ১৯৭৫ সালে ভারত সরকার' কুমির প্রজনন ও পরিচালন প্রকল্প নামক কুমির সংরক্ষণ প্রকল্প গ্রহন করে।
৩। ১৬ টি কুমির পুনর্বাসন কেন্দ্র এবং ১১ টি কুমির স্যাংচুয়ারিতে ভারতবর্ষ ব্যাপী প্রকল্পটি ছরিয়ে দেওয়া হয়।
৪। ১৯৮০ সালে হায়দ্রাবাদে কুমির প্রজনন ও পরিচালন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়।
পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম হল সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেখানে ভারতীয় বাঘকে সংরক্ষণ করা হয়।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
