Questions : থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়?
সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং এর সময় কি পরামর্শ দেয়া হয় ?
Answer: থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে লক্ষণ-
১। হাড়ের গঠন বিকৃতি ঘটে,
২। রোগীর মুখ ও মাথার খুলির হাড়ের গঠন অস্বাভাবিক হয়,
৩। বৃদ্ধি ব্যাহত হয়,
৪। জন্ডিস, ক্লান্তি প্রভৃতি লক্ষণ দেখা যায়।
দ্বিতীয় অংশ: জেনেটিক কাউন্সেলিং এর সময় দেওয়া পরামর্শ --
১. প্রথমে হবু নবদম্পতিকে তাদের বিভিন্ন বংশগত রোগের পারিবারিক ইতিহাস বিশ্লেষণ করার জন্য বলা হবে।
২. এরপর তাদের জিনগত পরীক্ষা করে তারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কিনা বা ওই রোগের বাহক কিনা তা নির্ণয়ের জন্য বলা।
৩. সন্তান ধারণের সময় মাতা ও পিতার বয়স যাতে বেশি না হয় সেই বিষয়ে পরামর্শ দেওয়া। ৪. যদি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়, তাহলে রোগটির প্রকৃতি ও সন্তান গ্রহণের সমস্যা ও সন্তানের মধ্যে রোগের সম্ভাবনা এবং তীব্রতা নির্ণয় করার জন্য চিকিৎসকের কাছে জেনেটিক কাউন্সেলিং এর জন্য পরামর্শ দেওয়া।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
