Questions উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কী ভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমন্ডিত করেন ?
Answer:
প্রাচীন ভারতের ইতিহাসে হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথা ছিল এক কলঙ্কময় অধ্যায়। ঊনবিংশ শতকের শুরুতে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটার সাথে সাথে সমাজ কিছুটা কুসংস্কার বিরোধী হয়ে ওঠে এবং আন্দোলন শুরু হয়। যার মধ্যে সতীদাহ বিরোধী আন্দোলন ছিল গুরুত্বপূর্ণ।
• কুসংস্কারাচ্ছন্ন মনোভাব ও সার্বিক আন্দোলন - সতীদাহ প্রথা ছিল প্রাচীন হিন্দু সমাজের পবিত্র ও মহান কাজ কিন্তু বাস্তবে তা ছিলো প্রচন্ড নিষ্ঠুর ও কুসংস্কারাচ্ছন্ন। ঊনবিংশ শতকের শুরুতে কলকাতা সহ বাংলার বিভিন্ন অঞ্চলে সতীদাহপ্রথার বিরুদ্ধে সার্বিকভাবে অন্দোলন শুরু হয়।
• কোম্পানির উদ্যোগ - পণ্ডিত ঘনশ্যাম কমিটি 1805 সালে নিজামত আদালতে এই প্রথার বিরুদ্ধে মতপ্রকাশ করে। 1813 সালে এই মতের ভিত্তিতে গর্ভবতী নারী এবং কিশোরীদের সতী হওয়ার ওপর নিষেধাজ্ঞা পেশ হয়।
• রামমোহন রায়ের উল্লেখযোগ্য পদক্ষেপ - রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত 'আত্মীয় সভা' সতীদাহের বিরুদ্ধে সোচ্চার হোন এবং তাঁর লেখা বইয়ে তিনি সতীদাহ যে শাস্ত্র সম্মত নয় তার ব্যাখ্যা দেন। তিনি ই প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর কাছে আবেদন পেশ করেন।
• উইলিয়াম বেন্টিঙ্ক এর নিষেধাজ্ঞা -1829 সালে 4 ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথাকে 17 নং রেগুলেশন জারির মাধ্যমে নিষিদ্ধ বলে ঘোষণা করেন।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in