Questions : গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী।
Answer:
Ans : গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় গ্যাসের চাপ ও ভর স্থির থাকে।
চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উষ্ণতা O⁰C থকে 1⁰C বৃদ্ধি করতে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়, তাকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে।
দ্বিতীয় অংশ: একটি অধাতুর নাম হল গ্রাফাইট যেটি তাপের সুপরিবাহী।
Maddhamik Physical Science 2019
You Can Translate It In Your Language :-All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
